ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপি’র মিছিলে পুলিশের বাধা, ধস্তাধস্তি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
খুলনায় বিএনপি’র মিছিলে পুলিশের বাধা, ধস্তাধস্তি বিএনপি’র মিছিল পণ্ড- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কালো পতাকা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এমন অভিযোগ করেছেন খুলনা জেলা বিএনপি’র নেতারা।

তারা বলেন, মিছিল নিয়ে বের হলে প্রায় আধা ঘণ্টা পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, বিএনপি নেতা মীর কায়সেদ আলী, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এস আর ফারুক, শাহজালাল বাবলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাসান দুলু, যুবদলের মহানগর সভাপতি শফিকুল আলম তুহিন প্রমুখ।

এর আগে বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি এবং ছাত্রদল-যুবদল-মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

এ প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অনুমতি না নিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল বের করায় বাধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমআরএম/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।