ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মির্জা ফখরুলকে জাসাসের শুভেচ্ছা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
মির্জা ফখরুলকে জাসাসের শুভেচ্ছা

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস-ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মীর ছানাউল হকের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) এই শুভেচ্ছা জানানো হয়। ভারপ্রাপ্ত থেকে পূর্ণ মহাসচিব হওয়ায় তাকে শুভেচ্ছা জানানো হলো।

এ সময় উপস্থিত ছিলেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিত্র নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মাসুম, মাকসুদুর রহমান টিপু, রফিকুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর জাসাস’র যুগ্ম আহ্বায়ক নাহিদ উল্লাহ চৌধুরী, আশরাফুল ইসলাম দিপু, জাহাঙ্গীর আলম রনি, আব্দুল হালিম খোকন, মশিউর রহমান মুন্সী, আমির হোসেন বাবু, মো. সাজ্জাদ হোসেন সাজ্জু, মিজানুর রহমান ভান্ডারী, আহসান হাবিব, আব্দুল মালেক সাগর, শেখ মো. আরিফুর রহমান এবং সদস্য আনোয়ার হোসেন আনু ও হারুনুর রশীদসহ অন্যান্য নেতারা।

এছাড়া মুন্সীগঞ্জ জাসাস-এর পক্ষ থেকে সভাপতি হাসান জাহাঙ্গীরের নেতৃত্বে জাসাস জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা জাসাসের নেতা বিউটি আক্তার টিশা, আব্দুর রব বেপারী, মো. রিপন মিয়া, আরিফ হোসেন, মিলন মিয়া ও শহীদুল ইসলামসহ সর্বস্তরের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।