ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তারেকের পরোয়ানার প্রতিবাদে না’গঞ্জে যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
তারেকের পরোয়ানার প্রতিবাদে না’গঞ্জে যুবদলের বিক্ষোভ তারেকের পরোয়ানার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ/ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা মহানগর যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে শহরের কালিরবাজার এলাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পর্যন্ত এ কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।

পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করেন যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিবসহ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭

এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।