ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিএনপি

শহীদ মিনারে খালেদার ফুলেল শ্রদ্ধা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
শহীদ মিনারে খালেদার ফুলেল শ্রদ্ধা  নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি প্রধান খালেদা জিয়া। ছবি: জিএম মুজিবুর ও দীপু মালাকার

শহীদ মিনার থেকে: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা ২৫ মিনিটে দলের বিভিন্ন পর্যায়ের ৬০ নেতাকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন তিনি। এ সময় ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বিএনপির চেয়ারপারসন।


 
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউছুফ, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেড এম জাহিদ হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আবদুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর,  চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিগত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।  
শহীদ মিনারের বেদীতে যাচ্ছেন বিএনপি নেতারা।                                          ছবি: জিএম মুজিবুর ও দীপু মালাকারএর আগে, রাত ১২ টা ৫০ মিনিটে গুলশান কার্যালয় থেকে দলের নেতাদের নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এরপর গুলশান, বনানী, মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, পরীবাগ, কাকরাইল, হাইকোর্ট, কদম ফোয়ারা ও দোয়েল চত্বর হয়ে রাত ১ টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান তিনি।
 
কর্তৃপক্ষের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী মোট ৯টি গাড়িতে ৬০ জন রাজনৈতিক সহকর্মী নিয়ে শিক্ষা ভবন, হাইকোর্ট মাজার ও কার্জন হল মোড় অতিক্রম করে দোয়েল চত্বর দিয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সুযোগ পান খালেদা জিয়া।
 
এই গাড়িগুলোর নম্বর আগেই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছিল। গাড়ির নম্বর চেক করে গুনে গুনে ৯টি গাড়ি ব্যারিকেড অতিক্রমের অনুমতি দেয় পুলিশ। এরমধ্যে খালেদা জিয়ার গাড়িতে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।  
শহীদ মিনারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  ছবি: জিএম মুজিবুর ও দীপু মালাকারশীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ৫২ আসনের বড় একটি বাসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬০ জন নেতা ছিলেন। প্রেস উইংয়ের দুই কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদারও ছিলেন এই বাসে।  
 
বাকি ৭টি গাড়িতে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) কর্মকর্তা ও সদস্য এবং অফিস স্টাফ। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর রাত পৌনে ২টায় বাসার উদ্দেশে রওনা দেন বিএনপির চেয়ারপারসন।
 
রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি, কূটনীতিক কোরের ডিন, কূটনৈতিক ও মিশন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ক্ষমতাসীন দলের প্রধানের শ্রদ্ধা নিবেদন শেষে রাত দেড়টায় শহীদ মিনারে ফুল দেওয়ার সুযোগ পান খালেদা জিয়া।
 
ফুল দেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বায়ান্ন’র ভাষা আন্দোলনে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য ম্যাডামের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। আজকের এই দিনে আমাদের একটাই দাবি, সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে হবে।
 
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭/আপডেট ০৫০৪ ঘণ্টা
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।