ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিএনপি

২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপির সমর্থন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
২৮ ফেব্রুয়ারির হরতালে বিএনপির সমর্থন

ঠাকুরগাঁও: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বামমোর্চার ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানো হলে মরার ওপর খরার ঘা হয়ে দাঁড়াবে। এতে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষুখামারে জেলা ইজতেমার মোনাজাতে অংশ নেওয়ার আগে এ কথা বলেন ফখরুল।

জীবনযাত্রার ব্যয় বেড়েছে, দ্রব্যমূলের দাম বেড়েছে কিন্তু আয় বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, একটার পর একটা সরকারের সিদ্ধান্তের কারণে মানুষের জীবন দুর্বিসহ হয়ে পড়ছে।

তাই তো ২৮ ফেব্রুয়ারির (মঙ্গলবার) হরতালে বিএনপি সমর্থন দিচ্ছে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।