ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কুমিল্লা সিটিতে বিএনপির মনোনয়ন পেলেন সাক্কু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
কুমিল্লা সিটিতে বিএনপির মনোনয়ন পেলেন সাক্কু

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিদায়ী সিটি মেয়র মনিরুল হক সাক্কু।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, রাতে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সিদ্ধান্ত নেন।

আগামী কুসিক নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভোটযুদ্ধে লড়বেন মনিরুল হক সাক্কু।

এছাড়া গত কুসিক নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন সাক্কু বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এজেড/এজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।