ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কারাফটক থেকে ফের আটক সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
কারাফটক থেকে ফের আটক সোহেল

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেলকে কারাফটক থেকে ফের আটক করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (০৬ মার্চ)  সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে জামিনে মুক্তি নিয়ে বেরুনোর প্রস্তুতি নিচ্ছিলেন হাবীব উন নবী খান সোহেল।

তাকে রিসিভ করার জন্য আত্মীয়-স্বজনও এসেছিলেন কারাফটকে। কিন্তু ফটক থেকে ফের তাকে আটক করে ঢাকার ডিবি কার্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।  

২০১৫ সালে বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগসহ নাশকতার বেশ কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন হাবীব উন নবী খান সোহেল। কারাবন্দি হওয়ার আগে বেশ কিছু দিন আত্মগোপনে ছিলেন তিনি।

বাংলাদেশ  সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এজেড/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।