ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিএনপি

‘জঙ্গিবাদীদের মদদ দিচ্ছে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
‘জঙ্গিবাদীদের মদদ দিচ্ছে বিএনপি’ বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: জনগণের ভোটে টিকতে পারবে না বলে বিএনপি এখন উগ্র জঙ্গিবাদীদের মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিএনপিকে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া বিএনপিসহ সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। আমরা কেন তাদেরকে অনুরোধ করবো? আপনারাই আপনাদের অধিকার বুঝে নেবেন’।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে হবিগঞ্জের অলিপুরে জেলা আওয়ামী লীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পথসভায় বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সহ সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু প্রমুখ।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি এখন তর্জন-গর্জন করে আন্দোলনের ভয় দেখাচ্ছে। তাদের গর্জনে মরা নদীতে জোয়ার আসবে না।

পথসভায় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।