ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘জাতীয়তাবাদী শক্তিই, গড়বে আগামীর বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
‘জাতীয়তাবাদী শক্তিই, গড়বে আগামীর বাংলাদেশ’ কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজিত কর্মীসভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ এর আলোকে জাতীয়তাবাদী শক্তিই আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আমিন।

শনিবার (১৩ মে) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঘোষিত ভিশন-২০৩০  এর আলোকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধকরণ ও সাংগঠনিক বিষয় নিয়ে এ কর্মীসভা আয়োজন করা হয়।

দিনব্যাপী এ সভায় অংশ নেন কুড়িগ্রাম জেলার ৯ উপজেলাসহ ৭২টি ইউনিয়নের নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য মাঠ গোছানোর আহ্বান জানিয়ে রুহুল আমিন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র ঘোষিত ভিশন-২০৩০  এর আলোকে জাতীয়তাবাদী শক্তিই গড়বে আগামীর বাংলাদেশ। আর তা বাস্তবায়িত হবে নিকট ভবিষ্যতে।

জেলা বিএনপি সভাপতি তাস-ভীর-উল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, মহিলা দলের অ্যাডভোকেট রেহানা খানম বিউটি, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সে ১৩, ২০১৭
ওএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।