ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদা-নিবলেট সাক্ষাৎ স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
খালেদা-নিবলেট সাক্ষাৎ স্থগিত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সৌজন্য সাক্ষাৎ স্থগিত হয়েছে। 
 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল।  
 
তবে কী কারণে খালেদা-নিবলেটের বৈঠক স্থগিত হলো, বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং থেকে সেটি জানানো হয়নি।

 
 
উইংয়ের অন্যতম কর্তকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার (২৫ মে) রাতে বাংলানিউজকে বলেন, ‘‘কারণটা ওভাবে বলার মতো কিছু না। লিখে দিন অনিবার্য কারণে সৌজন্য সাক্ষাৎ স্থগিত করা হয়েছে। পরে সুবিধা মতো সময় এটি অনুষ্ঠিত হতে পারে’’।  
 
তবে ধারণা করা হচ্ছে, হাঁটুর ব্যথায় কাতর খালেদা জিয়ার পক্ষ থেকেই এই সৌজন্য সাক্ষাতের সিডিউল পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি হাঁটুর ব্যথা নিয়েই বিশেষ আদালতে হাজিরা দেন বিএনপি নেত্রী।
 
এরপর জোটের অন্যতম নেতা শফিউল আলম প্রধানের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। প্রচণ্ড ইচ্ছা থাকা শর্তেও হাঁটুর ব্যথার কারণে শফিউল আলম প্রধানের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেননি জোট নেতা খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।