ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৪, ২০১৭
পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রমজানের অষ্টম দিনে পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০৪ জুন) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘নবরাত্রি’ হলে পেশাজীবীদের সম্মানে তিনি এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

বিএনপি সমর্থিত পেশাজীবী ব্যক্তিদের বাইরে ইফতার মাহফিলে অংশ নেন- সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, সাবেক আইজিপি আজিজুল হক, বিজিএমইএ’র সহ-সভাপতি মো. হাসান খান, সম্পাদক সৈয়দ কামালউদ্দিন প্রমুখ।

ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন আমন্ত্রিত অতিথিদের টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে ‍কুশল বিনিময় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আবদুল হালিম, সম্পাদক আবুল আসাদ, রিয়াজ উদ্দিন আহমেদ, মাহমুদুর রহমান, আলমগীর মহিউদ্দিন, ড. রেজোয়ান সিদ্দিকী, আনিস আলমগীর, মোস্তফা কামালসহ বিভিন্ন পেশার শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে মূল টেবিলে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।

শিক্ষাবিদদের মধ্যে ইফতারে ছিলেন- অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক তাহমিনা আখতার টফি, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক শরিফউদ্দিন, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহি সাত্তার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ইসরাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ, কবি মাহমুদ শফিক, ছড়াকার আবু সালেহ, চলচিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, চিত্র নায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছেন খালেদা জিয়া/ছবি: শাকিল আহমেদজাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে মাহফুল হক, মাহফুজউল্লাহ, এম এ আজিজ, খায়রুজ্জামান মুকুল, আব্দুস শহীদ, সৈয়দ আবদাল আহমেদ, মাইনুল ইসলাম, কাদের গনি চৌধুরী, এনাম আবেদীন, লোটন একরাম, রাশেদুল হক, আলী মাহমুদ, জাহেদ চৌধুরী, লুৎফর রহমান হিমেল, ইলেক্ট্রনিক মিডিয়ার আবদুল হাই সিদ্দিকী, ফাহিম আহমেদ, বোরহানুল হক সম্রাট উপস্থিত ছিলেন।

পেশাজীবীদের নেতাদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আনহ আখতার হোসেইন, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আনোয়ারুন্নবী, এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, ঔষধ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান, ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ ছিলেন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সালাহউদ্দিন মো. আলমগীর, তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) মেজবাহউদ্দিন আলী, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাহাদাত হোসেন সেলিম প্রমুখ নেতারা ইফতারে অংশ নেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, গিয়াস কাদের চৌধুরী, আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কবীর মুরাদ, অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, তাবিথ আউয়াল, রুমিন ফারহানা, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা ইফতার মাহফিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এজেড/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।