ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

সিলেট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রদল।  

সোমবার (১৯ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল নগরীর রিকাবী বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, মির্জা ফখরুলের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে এবং ত্রাণ বহনকারী গাড়িবহরে হামলা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়।



এ সময় বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিলেট ‘ল’ কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক কামাল আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, জেলা সদস্য ছদরুল ইসলাম লোকমান, সহ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, জেলা সদস্য এস এম ফখরুল ইসলম, শাহ খুররুম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহীন, এমসি কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ইমরান, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য সৈয়দ মিনহাজ, জেলা সদস্য সুমন ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সজিবুর রহমান, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, লায়েক আহমদ, জেলা সদস্য এস এম তাফহিম, জেলা সদস্য জুনায়েদ আহমদ, রাজু আহমদ অপু, শফিকুল হক শামীম, ফয়সল আহমদ, রুহুল আমীন, এনাম আহমদ, মোস্তাক আহমদ, জাবেদ হাসান, তোফায়েল আহমদ, আল আমীন, পাবেল আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।