ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড

ঝালকাঠি: পুলিশী বাধায় ঝালকাঠিতে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে অভিযোগ তুলেছেন দলটির নেতা-কর্মীরা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপি’র কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করেছিলো বিএনপি’র নেতা-কর্মীরা।

তবে সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করতে গেলে পুলিশ নেতা-কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।

 

বিএনপি নেতারা অভিযোগ করেন, সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

ঝালকাঠি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিজকে বলেন, শহরের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বিধায়, বিএনপিকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছিলো।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।