ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কর্মসূচিতে বাধা, পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
কর্মসূচিতে বাধা, পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ কর্মসূচিতে বাধা, পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি মানববন্ধন করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।

পরে ভাঙাব্রিজ এলাকায় কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ আবারও বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে জানাতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।