ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করবো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ছবি: বাংলানিউজ

ঢাকা: রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারে গণহত্যা বন্ধ ও মানবতাবিরোধীর অপরাধে দেশটির পণ্য বর্জনের দাবি’তে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রোহিঙ্গা ইস্যুর সমাধানে মিয়ানমার সরকারকে বাধ্য করতে ‘সক্রিয় কূটনৈতিক তৎপরতা’ গ্রহণের দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের কাছে আমাদের আহ্বান রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, আমরা সরকারকে সহযোগিতা করবো।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা কর‍ুন।

একইসঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার।

এ সময় মিয়নমারকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে বাণিজ্যিকভাবে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য আহ্বান ‍জানায় বক্তারা।

ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি সহ-তথ্য গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, এনডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শামসুল আলম, ইসলামিক পার্টি যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম. রাকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।