ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বরিশাল: বরিশালে পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল। 

বুধবার (১১ অক্টোবর) বেলা ১২ টায় মহানগর বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকের সামনে পুলিশ বেরিকেট দিয়ে আটকে রাখে নেতা-কর্মীদের।

এসময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয়।

পরে পুলিশের বাধার মুখে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মিছিলটি পণ্ড হয়ে যায়।

এর আগে কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা ও আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি।  

বেলা ১১টা শুরু হওয়া ওই সমাবেশে মহানগর বিএনপির সহসভাপতি রফিক আহমেদ রুনু সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সভাপতি এম জি ফারুক, মহানগর মহিলাদল নেত্রী তাসলিমা কালাম পলি, শামীমা আকবর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক আফরোজা খানম নাসরিন, খন্দকার আবুল হোসেন লিমন প্রমুখ।

এরআগে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পৃথক সমাবেশের আয়োজন করা হয়।

উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডবোকেট আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, কোতয়ালি বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবুসহ বিভিন্ন উপজেলা বিএনপি’র নেতারা।

সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রেফতারি পরোয়ানার আদেশ বাতিল করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে জেলা বিএনপি’র নেতা-কর্মীরা মিছিল বের করতে গেলে তাতেও পুলিশ বাধা দেয়।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।