ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বিএনপি মিছিল-সমাবেশ করতে পারছে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
‘বিএনপি মিছিল-সমাবেশ করতে পারছে না’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: সুমন শেখ

ঢাকা: বিএনপি মিছিল-সমাবেশ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্র বলতে বোঝায়- অনেক দল, অনেক মত, অনেক বিশ্বাসের ঐতিহ্যের ঐক্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে গণতন্ত্র বলতে হবে, বিএনপি মিছিল-সমাবেশ করতে পারবে না’।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

'গণতন্ত্র এখন কোন পথে? ন্যায়বিচারের সর্বোচ্চ আদালত ধ্বংসের বিরুদ্ধে রুখে দাড়াঁও' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদ।

পরিষদের সভাপতি সালাহ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসআইজে/এএসআর
**
জনগণ গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে টেনে নামাবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।