সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের ভাসানী মিলনায়তন প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুমানা মাহমুদের সভাপতিত্বে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, তাতী দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট এম. মোকাদ্দেছ আলী, মুজিবুর রহমান লেবু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর-খান হাসান, শহর বিএনপির সভাপতি নাজমুল হক রানা, জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইট প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পুলিশের আশ্বাস অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারে জোর দাবি জানানো হয়। অন্যথায় হরতাল-আন্দোলন সংগ্রামের আল্টিমেটাম দেয়া হয়।
রোববার (২২ অক্টোবর) দুপুরে কামারখন্দ উপজেলায় দলীয় কর্মসূচি শেষে সিরাজগঞ্জ শহরে ফিরছিলেন রুমানা মাহমুদ। পথে সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় গেলে তার উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ