ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সরকারের সহযোগিতা প্রত্যাশা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
সরকারের সহযোগিতা প্রত্যাশা বিএনপির

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরকালে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে সফরপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মহাসচিব বলেন, সফরকে ঘিরে চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত ও পথিমধ্যে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

 

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে আসার পর সিদ্ধান্ত নেন- মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সেই লক্ষে শনিবার তিনি সফর করছেন।  

চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকবেন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।