ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

গুলশান বাসভবনে খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
গুলশান বাসভবনে খালেদা

ঢাকা: কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে চারদিনের কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি গুলশান বাস ভবনে পৌঁছান। দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রওয়ানা হয় খালেদার গাড়িবহর।

তবে বিকেল ৪টা ৪০ মিনিটে ফেনীর মহিপালে গাড়িবহর পৌঁছালে নতুন করে আবার সন্ত্রাসীরা হামলা ও বোমা/ককটেল ফাটায়।

স্থানীয়রা জানান, মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। দুটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বিপরীত পাশ থেকে যাচ্ছিল খালেদার গাড়িবহর।

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে গত শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা। সেদিন বিকেলে ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এরমধ্যে ওই ফেনীতেই গাড়িবহরে প্রথমবার হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।