ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ-মিছিল লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ-মিছিল

লক্ষ্মীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ-মিছিল করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ মিছিল করা হয়।  

মিছিলটি শহরের পুরাতন আদালত সড়ক থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুজ্জামান শরীফ, জাকির ভূঁইয়া, জামাল উদ্দিন ও হারুনুর রশিদ প্রমুখ।

রাহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়ি বহরের পাশে অজ্ঞাত পরিচয় ২০/২৫ জন যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসে আগুন দেয়। শান্ত পরিবহনের দুটি বাস এতে জ্বলে যায়। এ সময় গুলি ছাড়াও ককটেল বা বোমাও ফুটেছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।