ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে বৈঠকে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
খালেদার সঙ্গে বৈঠকে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল খালেদার সঙ্গে বৈঠকে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছে কমনওয়েলথ পার্লামেন্টারি কাউন্সিলের (সিপিসি) ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল।

সোমবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চেয়ারপারসনের দলীয় কার্যালয় গুলশানে বৈঠকটি শুরু হয়।  

কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি ইয়াসমিন রাতানস্কির নেতৃত্বে এমপি সালমা আতাউল্লাহ জাহ, মাট জেনেরোয়াক্স, থমাস মুলকেয়ার, ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন বৈঠকে যোগ দিয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।  

বৈঠকে চলমান রাজনীতিক বিষয়, রোহিঙ্গা সংকট, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।