ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে বরিশালের সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেন।
বিএনপি নেতা সরোয়ার বলেন, 'আজ দেশে গণতন্ত্র নেই বিধায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।
সরোয়ার আরো বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে থেকে আন্দোলন করেছি। সেই স্বৈরাচারকে সঙ্গে নিয়ে আজ আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কিন্তু আমরা নীতির কথা ভেবে ক্ষমতার লোভে যায়নি।
মহানগর শ্রমিক দলের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, শ্রমিক নেতা ফয়েজ আহমেদসহ এর অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ নেতারা।
সকালে দিবসটি পালনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমএস/এএটি