ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

‘৭ নভেম্বর’ উপলক্ষে দিনাজপুর বিএনপির আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
‘৭ নভেম্বর’ উপলক্ষে দিনাজপুর বিএনপির আলোচনা সভা দিনাজপুর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর: ৭ নভেম্বর উপলক্ষে (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান জুয়েল, রেজিনা ইসলাম, হাসানুজ্জামান উজ্জল, অ্যাডভোকেট আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকারম হোসেন, জেলা যুব দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

এসময় জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।