ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

এক বছরের বেশি বেকার থাকলে ভাতা: খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এক বছরের বেশি বেকার থাকলে ভাতা: খালেদা জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বাদল/বাংলানিউজ

সোহরাওয়ার্দী উদ্যান: শিক্ষিতরা এক বছরের বেশি বেকার থাকলে তাদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান ‍অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।  
 
তিনি বলেন, শিক্ষিত বেকাররা যাতে চাকরি পায়, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করবো।


 
এসময় গ্রামের মানুষের জন্য গ্রামমুখী উন্নয়নের ব্যবস্থা করা হবে জানিয়ে ভিশন ঘোষণা করেন খালেদা জিয়া।
 
কার্যত আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠন করছে ধরে নিয়েই খালেদা জিয়া এমন প্রতিশ্রুতি দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরএম/এমআইএইচ/এমসি/এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।