ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা  জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দলের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। এতে যোগ দিয়েছেন জামায়াতসহ ১৭টি দলের নেতা।

বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলে বিভক্তির কারণে জোটের অন্যতম শরিক লেবার পার্টির কোনো অংশকেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি ও পিপলস লীগের কোনো নেতাকেও বৈঠকে আসতে দেখা যায়নি।

বৈঠকে আছেন বিএনপি ছাড়াও জামায়াত, খেলাফত মজলিস, ন্যাপ, মুসলিম লীগ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি,  ইসলামী পার্টি, সাম্যবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ ন্যাপ, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে বলে জোট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।