ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

আখতার হামিদ সিদ্দিকীর জানাজা সম্পন্ন, দাফন মঙ্গলবার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
আখতার হামিদ সিদ্দিকীর জানাজা সম্পন্ন, দাফন মঙ্গলবার 

নওগাঁ: নওগাঁয় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজা সম্পন্ন হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর)  রাত ৮টায় শহরের নওজোয়ান মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।  

এর আগে সন্ধ্যায় শহরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে ও পরে নওজোয়ান মাঠে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় সদ্য প্রয়াত আখতার হামিদের মরদেহ।

 

সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।  

মরহুমের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ জোহর নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তোরগ্রামে আবারও মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই তার পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হবে।

এর আগে রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আখতার হামিদ সিদ্দিকী ইন্তেকাল করেন।  

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।