ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল আর নেই 

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সবুজবাগের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামছুদ্দিন দিদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। মরহুমের মরদেহ রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদও রয়েছেন।  

জিয়াউর রহমানরা পাঁচ ভাই। আহমেদ কামাল ছিলেন সবার ছোট। বাকি চার ভাই আগেই মারা গেছেন।

প্রয়াতের পারিবারিক সূত্র জানায়, আহমেদ কামাল বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ছিলেন। ওই পদে থেকেই অবসরে যান তিনি। ব্যক্তিগত জীবনে কামাল ছিলেন অবিবাহিত।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad