ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বগুড়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বগুড়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।


 
মাহবুবর রহমান বলেন, আওয়ামী লীগ বাকশালী কায়দায় দেশ শাসন করছে। বিএনপির নেতাকর্মীদের দমনে নানাভাবে হয়রানি করছে। জুলুমবাজ এ সরকারকে হঠাতে সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

এছাড়া সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম, সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, যুবদল নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন সান্টু, আব্দুল বারী, মিঠু, আকতারুজ্জামান লিটন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।