ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বরিশাল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
বরিশাল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল বরিশাল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল

বরিশাল: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদকসহ নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় শহরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর জাহিদুল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টু, জি এম আমিনুল ইসলাম রিপন, জাবের আবদুল্লাহ সাদি, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু প্রমুখ।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা অশ্বিনী কুমার হল চত্বরেই সীমাবদ্ধা থাকে।

পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যায় এবং কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭ 
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।