ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

রোববার সারাদেশে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
রোববার সারাদেশে বিএনপির মানববন্ধন সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। ‘আমাদের স্বাধীনতা আমাদের অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে এই কর্মসূচি পালন করবে তারা।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।  

কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে আমরা ভয়ঙ্কর মানবতা-লাঞ্ছনার রাজনৈতিক-সামাজিক পরিবেশে বসবাস করছি।

এই লাঞ্ছনার জন্য দায়ী বর্তমান বিনা ভোটের সরকার। গণমাধ্যমে চোখ বোলালেই বোঝা যায়, কিভাবে বিরোধী দলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড অথবা গুমের শিকার হচ্ছেন।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধনের ঘোষণা দিয়ে রিজভী বলেন, আমরা ভয়ঙ্কর-বিভীষিকাময় ভয়াল রাজ্যে বসবাস করছি। এখানে কারও কোনো নিরাপত্তা নেই। এমন ভয়াল অবস্থা আমরা কখনোই দেখিনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই আমরা শুনি বিচার-বহির্ভূত হত্যার কথা, গুমের কথা, দুর্নীতির কথা।  

‘গুম’, ‘অপহরণ’ ও ‘বন্দুকযুদ্ধ’ আওয়ামী লীগের রাজনীতির সংস্কৃতি দাবি করে বিএনপির এ নেতা বলেন, এমন সংস্কৃতি নিয়েই তারা দেশ চালাতে চায়। কারণ, তাদের আর জনগণের দরকার নেই। আসলে বর্তমান সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়, যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নামে মামলা প্রত্যাহারেরও দাবি জানান রিজভী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এফইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।