ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে বরিশাল মহানগর মহিলাদলের নেতারা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত (২৪, ২৫, ২৬) ওয়ার্ডের কাউন্সিলর সেলিনা বেগমের ওপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

একইসঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১২টায় নগর ভবনের সামনের সড়কে মানববন্ধন করেন বরিশাল মহানগর মহিলাদলের নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদ লুনা, বরিশাল মহানগর বিএনপির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা তাছলিমা কালাম পলি, সাধারণ সম্পাদক শামীমা আকবর, যুগ্ম আহ্বায়ক ফাতেমা রহমান প্রমুখ।

নগরের ২৫ নম্বর ওয়ার্ডের এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্মার্টকার্ড বিতরণকালে ওই হামলায় কাউন্সিলরকে লাঞ্চিত ও আহত করা হয়। প্রকাশ্যে ঘটা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।