ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

দিনাজপুর জেলা মহিলা দলের নতুন কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
দিনাজপুর জেলা মহিলা দলের নতুন কমিটি গঠন

দিনাজপুর: জাতীয়তাবাদী মহিলা দলের দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নাজমা মশিরকে সভাপতি ও শাহীন সুলতানা বিউটিকে সাধারণ সম্পাদক,  মনওয়ারা চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মালিকা মিনার (লুচি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৬৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন করেন। এরপর সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জিনাত আরা, সুলতানা রাজিয়া জুঁই, মালেকা পারভীন, পারুল নাহার (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান), মাহমুদা বেগম, বিলকিস বেগম, শাহিদা বেগম শাহী (উপজেলা ভাইস চেয়ারম্যান), পারভীন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন জাহাঙ্গীর রাকা, ফিরোজা বেগম সোনা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহারমুক্তি, রেজিয়া খানম পিয়ারা, সাদেকা জেসমিন, সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা রাহমান মালা, দফতর সম্পাদক হাসমুতুন নাহারশুভ্রা, সহ-দফতর সম্পাদক মরিয়ম বেগম, প্রচার সম্পাদক মোসায়রা আক্তার, সহ-প্রচার সম্পাদক সোমানা মনির সুমি, কোষাধ্যক্ষ মুক্তা বেগম, মুক্তিযোদ্ধা সম্পাদক লাকি বেগম, শিক্ষা সম্পাদক কামরুন নাহার, আইন বিষয়ক সম্পাদক মোছা. রুমি, পল্লী উন্নয়ন সম্পাদক হাসিনা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিলকিস বেগম, বন ও পরিবেশ সম্পাদক সাইকা বেগম, পরিবেশ পরিকল্পনা সম্পাদক রেহেনা খাতুন রুকু, নারী গবেষণা সম্পাদক সোহানা পারভীন ময়না, তথ্য ও গবেষণা সম্পাদক পারুল বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক শাহান আহেমদ শিল্পী, ক্ষুদ্র ও কুঠির শিল্প সম্পাদক হালিমা বেগম সোহাগী।  

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন- আক্তারা চৌধুরী (উপজেলা ভাইস চেয়ারম্যান), হাসিনা (উপজেলা ভাইস চেয়ারম্যান) নুরজাহান চৌধুরী পুতুল, জেসমিন আরা, নাসিমা আক্তার স্বপ্না, খালেদা পারভীন, মনোয়ারা বেগম মনি, তসবি আরা, লতা মালিক, সেলিনা আকতার (উপজেলা ভাইস চেয়ারম্যান), খাদিজা বেগম, আনোয়ারা, রুনা, লায়লি, মিনারা বেগম মিনা, রুজি বেগ, জরিনা, আফরিন সুলতানা এমি, তসলিমা, রাশেদা আলম, তাহেরা খাতুন, আঞ্জুমান আরা শাবানা, মাহিয়া বেগম, ফেরদৌসী, আফরোজা,আরিফা, তাহেরা খাতুন, সালমা, আম্মাতুন, পারুল বেগম, নাহিদ বেগম, শ্রাবনী, কাজল, ইয়াসমিন, পারভীন আক্তার, কোহিনুর, রেহানা বেগম, ফিরোজা, জান্নাতুন বেগম, পুতুল বেগম, শাহিদা বেগম, রেনুকা বেগম, জেসমিন আরা, লায়লা আঞ্জুমান সুইটি, মোহছেনা বেগম, সোবেদা, লেবু আরা, নাসরিন পারভীন, মাহফুজা, লিপি বেগম, বুলি বেগম, আসমা, শিরিন, আকলিমা, পারুল, জেবুননেছা, ফাতেমা, ইসরাত জাহান লুচি, সুফিয়া খাতুন, নিলুফা ইয়াসমিন, ইয়াসমিন আরা বিউটি, পিয়ারা বেগম, আয়শা সিদ্দিকা, তসলিমা, বিনার বানু, কোহিনুর বেগম, রেশমা চৌধুরী, মেরিনা বেগম, শাহিনুর বানু, কাজী রহিমা, রুকসানা, জেসমিন বেগম, কোহিনুর বেগম, নাসিমা, দেলোয়ারা বেগম দলি, সাহার বানু, নুরজাহান আঞ্জুমান আরা, রিনা আক্তার, ইফতারা জাহান, মনোয়ারা, শেফালী, নুরুন নাহার নিপু, সাহেরা খাতুন, নাজনিন, রত্না খাতুন, নাসিমা খাতুন, সেলিনা পারভীন, রেজবানা পারভীন, খাদিজা বেগম ইতি, বুলবদন আক্তার, জুলেখা, আরজিনা, বকুল বেগম, খোলেশা, আরফনা আক্তার, জোৎসনা, নুররুন নাহার নিপু, সাহেরা খাতুন, নাজুনিন, নাসিমা খাতুন, সেলিনা পারভীন, শরিফা, আয়শা ইয়াসমিন, সুরাইয়া বেওয়া, জেসমিন আরা, ফাতেমা বেগম, আজিমন নেছা, শাহনাজ পারভীন, সেলিনা পারভীন বেলী, জাকিয়া বেগম, হাজেয়া বেগম, মনিসা বেগম, সুলতানা বেগম, জান্নাতুল ফেরদৌস, শাহনাজ বেগ, আফলিমা বেগম, সাজেরা বেগম, পারভিন বেগম, সাবানা বেগম, গোলাপি বেগম, শেফালি বেগম, মাতোয়ার বেগম, রাশেদা খানম, মোছা. ইসমিত বেগম, মোছা. রশনিয়া বেগম, নুর নাহার ঝুনি, সাবিনা ইয়াসমিন, আফরোজা বেগম ও হাছিনা।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন- রোজিনা ইসলাম (সাবেক এমপি), মাসতুরা বেগম পুতুল (বর্তমান কাউন্সিলর), মাহাফুজা সরকার, গিনী বেগম এবং ফিরোজা বেগম।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।