ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর বাসায় হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর বাসায় হামলা

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়।

মিছিলটি এ্যানীর বাসার সামনে থেকে শুরু হয়ে বাজারের ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী এসে বাসায় হামলা করে। এসময় তারা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। তবে এ ঘটনার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাসায় ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মিছিলে অংশ নেন- সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক আবদুল আলীম হুমায়ুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, হাবিবুর রহমান বাবু, হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিশু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বাংলানিউজকে বলেন, আদর্শিকতার দিক থেকে ছাত্রলীগ কখনোই হামলা করে না। হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নয়। পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি দেওয়া হয়েছে বলে শুনেছি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনাটি ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।