ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

১০ বছরে ৭৫০ জন গুম: খালেদার টুইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
১০ বছরে ৭৫০ জন গুম: খালেদার টুইট ১৯ জন বিএনপি কর্মী গুম, তাদের ছবি, (ছবি: খালেদা জিয়ার টুইট)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন ‘গণতন্ত্রকামী কর্মী’কে গুম করেছে সরকারি বাহিনী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে টুইট বার্তায় বিএনপি নেত্রী এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ২০১৩’র ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছিল।

আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, বাবা-মা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।

টুইটে তিনি এখনও নিখোঁজ সেই ১৯ জনের ছবিও প্রকাশ করেন।

চারদিন আগে আরেকটি টুইটে খালেদা বলেছিলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপরে মানুষ খাদ্য বঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।