ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগের ভরাডুবি ঠেকানো যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগের ভরাডুবি ঠেকানো যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জে দলের প্রার্থীর পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও নেতাদের আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে তিনি বলেন, নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া আচরণ লংঘনের সামিল কিন্তু বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম আওয়ামী লীগের কর্মী সভায় এসে ১০০ কোটি টাকার প্রতিশ্রতি দিয়েছেন।

বিএনপিকে প্রচারণায় বাধা দেওয়া প্রসঙ্গে আব্দুল কাইয়ুম বলেন, বিএনপির প্রার্থীকে পদে পদে প্রচার কাজে বাধা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে একটি নির্বাচনী অফিসকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় বকশীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল সাফি লিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি সরকার রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।