ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

উত্তরে বিএনপির মনোনয়ন ফরম নিলেন রিপন-তাবিথসহ ৫ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
উত্তরে বিএনপির মনোনয়ন ফরম নিলেন রিপন-তাবিথসহ ৫ জন ডিএনসিসির লোগো এবং ড. আসাদুজ্জামান রিপন ও তাবিথ আওয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশায় ফরম কিনেছেন পাঁচজন। 

রোববার (১৪ জানুয়ারি) দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তারা। সকাল ১১টায় ফরম বিক্রি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

প্রতিটি ফরমের মূল্য নেওয়া হয়েছে ১০ হাজার টাকা।

মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশায় ফরম ক্রেতারা হলেন- দলটির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের পক্ষে সাবেক কাউন্সিলর মুন্সি বজলুল বাসিত আনজু, দলের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। সবশেষে ফরম নেন দলের নির্বাহী কমিটির সদস্য ও গত নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে লড়া তাবিথ আওয়াল।  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন তাবিথ আওয়াল।  ছবি: বাংলানিউজবিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিকেল সোয়া ৫টায় বাংলানিউজকে বলেন, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করা হয়েছে। এ সময়ের মধ্যে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়ে ফরম কিনেছেন। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ২৫ হাজার টাকা জামানতের অর্থসহ দলীয় কার্যালয়ে ফরম জমা নেওয়া হবে। পরে দল সিদ্ধান্ত দেবে, কাকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাড়ে ৫টার দিকে বাংলানিউজকে বলেন, সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডে প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরে জানানো হবে কে হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।