ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রৌফ স্বাধীনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ ইটনা বাজারের ট্রলার ঘাট থেকে তাকে গ্রেফতার করে। পরে খালিয়াজুরী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

স্বাধীন খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলানিউজকে জানান, পাঁচহাট সংলগ্ন বেখি জলমহালে দীর্ঘদিন ধরে আসামিরা মাছ লুটপাট ও জলমহাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা লোকদের মারধর করছে। এর জের ধরে রোববার (২১ জানুয়ারি) বিকেলে পাঁচহাট গ্রামের মৃত কান্দর বেপারীর ছেলে জলমহাল রক্ষক হানিফ বাদী হয়ে আবদুর রৌফ স্বাধীনসহ ৪৮ জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।