ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

জাবি ছাত্রদল নেতা গ্রেফতারের প্রতিবাদ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জাবি ছাত্রদল নেতা গ্রেফতারের প্রতিবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতারা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২৩ জানুয়ারি (মঙ্গলবার) বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরায় যাওয়ার পথে হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে পুলিশ রাধেশ্যাম বিশ্বাস রাজেশকে গ্রেফতার করে।

তাকে শাহবাগ থানা থেকে কোর্টে পাঠানো হয়েছে।

এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং তাকে অবিলম্বে মুক্তির দেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।