ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

নিরপেক্ষ বিচার হলে খালেদা খালাস পাবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
নিরপেক্ষ বিচার হলে খালেদা খালাস পাবেন অনুষ্ঠানে অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নারায়ণগঞ্জ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। সপ্তাহে তিন দিন তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। অমানবিক কষ্ট। তার পরও তিনি আইন মেনে আদালতে যান। আমরা বলব, যদি নিরপেক্ষ বিচার হয়, তাহলে মিথ্যা মামলায় খালেদা জিয়া খালাস পাবেন।

রোববার (২৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বাধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আইনের শাসন নেই।

বিচার বিভাগের অভিভাবক নেই। বিচারহীনতার মধ্যে অস্থিরতায় চলছে দেশ।

নারায়ণগঞ্জের আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিশেষ অতিথি বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।