ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

প্রিজনভ্যান থেকে আটকদের ছিনিয়ে নিলো বিএনপি কর্মীরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
প্রিজনভ্যান থেকে আটকদের ছিনিয়ে নিলো বিএনপি কর্মীরা! পুলিশের ওপর হামলা

ঢাকা: হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে পুলিশের ওপর হামলা করে প্রিজনভ্যান থেকে আটক দুইজনকে ছিনিয়ে নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে আটক আসামি ছিনিয়ে নেওয়ার খবর অস্বীকার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকোর্টের ঈদগাহ গেইটের সামনে একটি প্রিজনভ্যান রাখা ছিল।

এ সময় বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল ওই এলাকায় এলে প্রিজনভ্যানটি ভাঙচুর করে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

সূত্র জানায়, সোহাগ মজুমদার ও মিলন নামে দুইজনকে আটক করা হয়েছিল। পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে প্রিজনভ্যানটি ভাঙচুর করে ওই দুইজনকে ছিনিয়ে নেন।  
ভাঙচুর করা প্রিজনভ্যান
তবে এ খবর অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাবিদ কামাল শৈবাল। বাংলানিউজকে তিনি বলেন, একটি প্রিজনভ্যান ভাঙচুর করা হলেও ভ্যানে কোনো আসামি ছিল না। কাউকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বাংলানিউজকে বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় একটি প্রিজনভ্যান ভাঙচুর করে বিশৃঙ্খলার চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
পিএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।