ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপির ৩৫ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
সিলেটে বিএনপির ৩৫ নেতাকর্মী আটক

সিলেট: দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণায় সিলেটে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংর্ঘষের ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ৩৫ নেতাকর্মী-সমর্থককে আটক করেছে জেলা ও মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাতভর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, মহানগরীর ৬ থানা এলাকা থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের অনেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া জেলার ১১টি থানা এলাকা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার। আটককৃতরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থক বলেও জানান তিনি।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে জামায়াতে দু’জনসহ বিএনপির ৬৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরও আগে ৭২ ঘণ্টার অভিযানে আটক হন ৬৫ জন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।