ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পিলখানা বিদ্রোহে নিহতদের কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
পিলখানা বিদ্রোহে নিহতদের কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি

ঢাকা: পিলখানা বিদ্রোহে নিহত সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি। একইসঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করবে দোয়াও।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা এ শ্রদ্ধা জানাবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিবারের মতো বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। দলের সিনিয়র নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শ্রদ্ধা জানাবেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদরদফতরে ঘটে নারকীয় হত্যাকাণ্ড। বিডিআর জওয়ানদের বিদ্রোহে সেদিন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।