ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘শহীদ সেনা দিবস’ পালন করবে বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
‘শহীদ সেনা দিবস’ পালন করবে বিএনপি জেনারেল (অব.) মাহবুবুর রহমান

ঢাকা: বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

রোববার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহতের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, আজ থেকে নয় বছর আগে পিলখানায় বিডিআর সদর দফতরে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

বিশ্ব ইতিহাসেও এমন দৃষ্টান্ত বিরল। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক এমন ঘটনা আর ঘটেনি।

তিনি বলেন, ‘এ যে হত্যাকাণ্ড, এটা তো এমনি হয়নি। আমি মনে করি, এর পেছনে একটা চক্রান্ত ছিল। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। নিরাপত্তায় আঘাত হানতে চেয়েছিল। সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা শোকাহত চিত্তে এখানে এসেছি। ’

বিএনপি নেতা বলেন, এ ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত ছিল, তা এখনো বেরিয়ে আসেনি। অনেকেই অভিযুক্ত হয়েছেন। তাদের শাস্তি হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসিও হয়েছে। আরও যারা এ ঘটনায় অভিযুক্ত, তারা এখনো দণ্ডিত হননি। এগুলোর একটি সমাধান প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।