ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রিজভীর নেতৃত্বে ভোরে নয়াপল্টনে বিএনপির ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
রিজভীর নেতৃত্বে ভোরে নয়াপল্টনে বিএনপির ঝটিকা মিছিল কয়েকজন নেতাকে নিয়ে ঝটিকা মিছিল করেন রিজভী। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে রাজধানীর প্রতিটি থানায় থানায় বিক্ষোভ করেছে দলটি। 

শনিবার (১০ মার্চ) ভোর সাড়ে ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

টানা ৪০দিন কার্যালয়ে অবস্থানের পর সেখান থেকে বেরিয়ে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিলেন রিজভী।

তবে পুলিশি গ্রেফতার এড়াতে কিছুক্ষণের মধ্যেই ঝটিকা মিছিলটি শেষ করা হয়।  

জানা যায়, ওই ঝটিকা মিছিলে রিজভী ছাড়াও বিএনপির ১৫ থেকে ২০ নেতা-কর্মী অংশ নেন। তবে রিজভী ছাড়া শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।  

এদিকে রাজধানীর কোনো এলাকায় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করতে দেখা যায়নি বিএনপি নেতাদের।  

এর আগে বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে আয়োজিত সবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।  

কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।  

ওই সময় পুলিশ বাধা দিয়ে কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। এরই প্রতিবাদে শনিবারের এই কর্মসূচি পালন করছে দলটি।   

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।