ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সমাবেশের অনুমতি নিতে মন্ত্রণালয়ে যাচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
সমাবেশের অনুমতি নিতে মন্ত্রণালয়ে যাচ্ছে বিএনপি

ঢাকা: কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিন দফা সমাবেশ কর্মসূচি দিয়েও অনুমতি পায়নি দলটি। 

এবার একই দাবিতে চতুর্থ দফায় সমাবেশের অনুমতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে বিএনপির উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ মার্চ) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা দলটির।

 

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দলটি।  

বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।  

বাংলানিউজকে তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদলে থাকছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অব.)  আলতাফ হোসেন চৌধুরী।  

এর আগে গত ১২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পেয়ে ২২ ফেব্রুয়ারি আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি।  

তবে ওই সময় অমর একুশে গ্রন্থমেলা ও শহীদ দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

এরপর তৃতীয় দফায় ১৯ মার্চ সমাবেশের তারিখ ঘোষণা করে অনুমতি চাইতে গেলেও ওইদিন সন্ধ্যায় জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

সবশেষ আগামী ২৯ মার্চ সমাবেশ ডেকে দুইদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।