ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

মুক্তি চাই না, ন্যায়বিচার চাই: ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
মুক্তি চাই না, ন্যায়বিচার চাই: ডা. জাফরুল্লাহ শাহজাহান মিয়া সম্রাট মুক্তি পরিষদের মানববন্ধন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নয়, আদালতের কাছে ন্যায়বিচার চান বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, যেখানে ১০ হাজারের বেশি নেতা-কর্মী বিনা অপরাধে জেলে। মাহমুদুর রহমানের মতো একজন সাহসী সাংবাদিককে জেলায় জেলায় হাজিরা দিতে হয়; সেখানে কার কাছে আমি মুক্তি চাইবো?

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে আদালতের মাধ্যমে হয়রানি বন্ধ ও কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাটসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শাহজাহান মিয়া সম্রাট মুক্তি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গাউছ-উর রহমান।
 
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, এনডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।