ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঈশ্বরদীতে বিএনপির ৪ নেতার জামিন নামঞ্জুর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
ঈশ্বরদীতে বিএনপির ৪ নেতার জামিন নামঞ্জুর

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ বিএনপির চার নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৯ এপ্রিল) দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তাদের এ নির্দেশ দেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক বাংলানিউজকে বলেন, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে বিস্ফোরক ও নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খাঁন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিরা হলেন- ঈশ্বরদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্কাছ আলী, ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।