ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যশোর জেলা বিএনপি নেতা মিজান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
যশোর জেলা বিএনপি নেতা মিজান কারাগারে

যশোর: নাশকতার পরিকল্পনা মামলায় যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে যশোরের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. আমিনুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর হরতাল চলাকালে বিএনপি, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা  যশোর শহরের কাঠেরপুল এলাকা থেকে সদর উপজেলার বিএনপির সভাপতি  মো. নূরুন্নবীসহ  চারজনকে আটক করে পুলিশ।

 

ঘটনাস্থল থেকে ওই সময় চারটি পেট্রোল বোমা, ১০টি বাঁশের লাঠি ও ১০ জোড়া পুরানো স্যান্ডেল উদ্ধার করা হয়। পরে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আলী আকবর বাদী হয়ে আটক চারজনসহ মোট ২৩ জনের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক বহণের দায়ে একটি মামলা করেন। বিএনপি নেতা মিজানুর রহমান খান এ মামলার ৬ নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।