ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সরকারের পতন চাই, এটা কোনো গোপন কথা নয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
‘সরকারের পতন চাই, এটা কোনো গোপন কথা নয়’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। (ফাইল ফটো)

ঢাকা: বর্তমান সরকারকে সরিয়ে আমরা দেশ শাসন করতে চাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের পতন চাই, এটা কোনো গোপন কথা নয়, আমরা কোনো ষড়যন্ত্র করি না। আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। এর কোনো বিকল্প নেই। সেই আন্দোলন সফল হবে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দিন সরকার যতোটা ভয়ে ছিল এখন তার চেয়েও বেশি ভয়ে আছে যে, তাকে ছেড়ে দিলে কী হয়।

সেজন্য জামিনযোগ্য মামলাও তাকে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।

আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই উল্লেখ করে বিএনপির নেতা নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু নির্বাচনের নামে কোনো খেলায় অংশ নিতে চাই না।

খালেদা জিয়া-শিমুল বিশ্বাস ও মেহেরুন্নেসা হকের মুক্তির দাবিতে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল, আলমগীর হোসেন, আবদুল আওয়াল, আমিরুজ্জামান শিমুল, মিয়া মো. আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।